ক্রীড়া

কোহলির ওপেনিং নিয়ে মুখ খুললেন শাস্ত্রী

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আসন্ন আইপিএল (ipl) বিরাট কোহলির ব্যাটিং পজিশন কী হবে! বিরাট কি ওপেনিং করবেন না মিডল অর্ডারে নামবেন! প্রশ্ন শুরু হয়ে গিয়েছে! এই বিষয়ে বিরাটের টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী জানান, বিষয়টা নির্ভর করছে দলের ভারসাম্যর উপর। যদি দলের মিডল অর্ডার শক্তিশালি হয় তাহলে বিরাটের ওপেন না করার কোনো কারণ নেই। এরপরে শাস্ত্রী যোগ করেন,” প্রত্যেক বছর এই প্রশ্নটা ipl এ আসে বিরাটের ব্যাটিং অর্ডার নিয়ে। ও সব পজিশনে ব্যাট করেছে ipl৷ কিন্তু আমার মনে হয় ওপেনিংয়ে বিরাট সঠিক বিকল্প অন্য প্রান্তে কে আছে সেটা অপ্রাসঙ্গিক হয়ে যায়৷ আমি বলবো বিরাটের ওপেন করলে প্রথম ছয় ওভারে রান করার অনেক সুযোগ থাকে৷ বিরাট দলের সেরা ব্যাটার৷ “

আইপিএল (ipl) ২০২১ পরে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেছেন এরপরে নতুন অধিনায়ক হন ফাফ ডুপ্লেসিস। ফাফকে RCB ৭ কোটি টাকায় কিনেছিল । গত ১২ই মার্চ, RCB প্রাক্তন প্রোটিয়া অধিনায়ককে তাদের নতুন অধিনায়ক ঘোষণা করেছিল। আগামী ২৭শে মার্চ মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্পোর্টস একাডেমিতে মায়াঙ্ক আগরওয়ালের পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে। এছাড়া ভারতীয় দল থেকে কোহলির ক্যাপ্টেন্সি ছাড়া প্রসঙ্গতে শাস্ত্রী জানাচ্ছেন, “অধিনায়ক ছেড়ে দেওয়া কোহলির কাছে শাপে বর হয়ে উঠতে পারে। নেতৃত্বের বোঝা কাঁধ থেকে নেমে যাওয়ার পরে অধিনায়ক হিসেবে যে প্রত্যাশার চাপ থাকে, সত্যি কথা বলতে সেটা আর নেই। এখন ও খোলা মনে চাপমুক্ত হয়ে নামতে পারবে। সেটাই ও করতে চলেছে।”

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) টিমঃ

ফাফ ডু প্লেসিস
হর্ষাল প্যাটেল
ওয়ানিন্দু হাসরাঙ্গা
দীনেশ কার্তিক
জশ হ্যাজলউড
শাহবাজ আহমেদ
অনুজ রাওয়াত
আকাশ দীপ
মহিপাল লোমরর
ফিন অ্যালেন
শেরফেন রাদারফোর্ড
জেসন বেহরেনডর্ফ
সুয়শ প্রভুদেসাই
চামা মিলিন্দ
অনীশ্বর গৌতম
লুব্নিথ সিসোদিয়া
ডেভিড উইলি