ক্রীড়া

ধোনির টেস্ট অবসর নিয়ে শাস্ত্রীর স্মৃতিচারণ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

মহেন্দ্র সিং ধোনির টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া অবাক করেছিল প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রীকে। রবি সেই সময়ে সাত বছর আগে ভারতীয় দলের মেন্টর। নিজের অতীতে গিয়ে শাস্ত্রী বলেন,”২০১৪ সালে মেলবোর্নে বক্সিংডে টেস্ট ড্র হওয়ার পর ধোনি আমার কাছে এসে বলেন, আমি সতীর্থদের কিছু বলতে চাই।” শাস্ত্রী তখন ভারতীয় দলের ম্যানেজার। তিনি অনুমতি দেন, ভেবেছিলেন টেস্ট ড্র করা নিয়ে তিনি হয়তো কিছু বলবেন। এমএস অবসরের সিদ্ধান্তের কথা জানাতে গোটা ড্রেসিংরুমের সকলেই অবাক হয়েছিলেন। সাদা বলের ক্রিকেট কেরিয়ার দীর্ঘায়িত করতেই নিজের শরীরের অবস্থা বুঝে তিনি এই সিদ্ধান্ত নেন। তখন তাঁর ৩৩ বছর বয়স। ফলে শরীর যখন দেবে না, তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলা উচিত দ্বিতীয়বার কিছু না ভেবে। ধোনিও জানতেন,বাকিরাও জানতেন তিনি দায়িত্ব ছাড়লে বিরাটই অধিনায়ক হবেন। প্রসঙ্গত মাহি যে টেস্ট থেকে অবসর নেবেন সেটা সাক্ষী অর্থাৎ ধোনির স্ত্রীও জানতেন না।