জেলা

[:en]মাঠে শিব-পার্বতী-দূর্গা![:]

[:en]

এনএফবি,মালদাঃ

লোককথায় চৈত্র মাস হল শিব পার্বতীর বিবাহের মাস ৷ তাই এই মাসেই চোখে পড়ে গাজনের ধুম। গাজনের শেষ দিন অনুষ্ঠিত হয় চড়ক। শুক্রবার চড়ক উপলক্ষে তাই পুরাতন মালদা ব্লকের মোহনবাগান ডেল কমিটির উদ্যোগে প্রতি বছরের মতো এই বছরও অনুষ্ঠিত হলো যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা।

জানা গেছে, বৃদ্ধ থেকে ছোট শিশুরা সকলে অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। কেউ সাজে শিব কেউ পার্বতী, কেউ আবার মা দুর্গা। বিভিন্ন জায়গা থেকে আসে প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এদিন সন্ধ্যায় ঘুরবে চড়ক৷

পাশাপাশি মোহনবাগান ডেল কমিটির উদ্যোগে আগামী শনিবার এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই ছদ্মবেশী প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হবে। এই ছদ্মবেশী নাচ দেখার জন্য এদিন মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

YouTube player
[:]