আরজি করের প্রেক্ষাপটে শর্ট ফিল্ম, তৃণমূলের কোপে রাজন্যা-প্রান্তিক

এনএফবি, কলকাতাঃ

আরজি কর কাণ্ড নিয়ে শর্ট ফিল্ম। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তৃণমূল যুবনেত্রী রাজন্যা হালদার। শুক্রবারই প্রকাশ্যে আসে সেই ছবির পোস্টার। ছবির নাম আগমনী, তিলোত্তমার গল্প। ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই বিতর্ক তুঙ্গে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই স্পর্শকাতর বিষয় নিয়ে শর্ট ফিল্ম ভুল বার্তা তৈরি করছে বলে মত তৃণমূলের অন্দরে। দল বিরোধী কার্যকলাপের অভিযোগে তৃণমূলের কোপে পড়লেন রাজন্যা হালদার সহ ছবির পরিচালক প্রান্তিক চক্রবর্তী। তৃণমূল ছাত্র পরিষদ থেকে সাসপেন্ড করা হল রাজন্যা হালদার ও প্রান্তিক চক্রবর্তীকে।

তৃণমূল সূত্রে খবর, যাদবপুর-ডায়মন্ড হারবার তৃণমূল ছাত্র পরিষদের সহ সভানেত্রীর পদে ছিলেন রাজন্যা হালদার। ছবির পরিচালক প্রান্তিক চক্রবর্তী তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি। শুক্রবার দুজনকেই সাসপেন্ড করেছে তৃণমূল। টিএমসিপি জানিয়েছে, ‘দলবিরোধী কার্যকলাপের জন্য প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্যা হালদারকে সাসপেন্ড করা হয়েছে। এনিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে দলের শৃঙ্খলারক্ষা কমিটি।’ এদিকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য দু’জনকে সাসপেন্ড করা হয়েছে। দলের শৃঙ্খলারক্ষা কমিটি তাঁদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এই সাসপেনশন বজায় থাকবে।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ শনিবার একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে দলীয় অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেছেন যে, যেহেতু এই বিষয়টি এখনো তদন্তাধীন এবং এটি একটি অত্যন্ত স্পর্শকাতর ইস্যু, তাই তৃণমূল কংগ্রেস এই বিষয়ে কোনও সিনেমা বা শর্ট ফিল্মকে অনুমোদন দিচ্ছে না। কুণাল ঘোষ আরও উল্লেখ করেছেন, যদি দলের কোনও সদস্য এই ধরনের কাজের সঙ্গে জড়িত থাকেন, তাহলে তৃণমূল ছাত্র পরিষদকে বলা হয়েছে উপযুক্ত ব্যবস্থা নিতে, যা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। তিনি পরিষ্কারভাবে জানান যে, এই বিষয়টি শিল্পী স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত নয় এবং এটি সরকারের পক্ষ বা বিপক্ষে দাঁড়ানোরও কোনো বিষয় নয়। দল চায় এই মুহূর্তে এই সংবেদনশীল ইস্যুটি নিয়ে কোনো কাজ না করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *