রাজ্য

কলকাতায় চাকরি প্রার্থীদের আন্দোলনকে সংহতি জানিয়ে অবস্থান জলপাইগুড়িতে

এনএফবি জলপাইগুড়ি:

দীর্ঘদিন ধরে টেট উত্তীর্ণ প্রার্থীরা চাকরির দাবিতে কলকাতায় আন্দোলন করছে। গান্ধী মূর্তির পাদদেশে দীর্ঘদিন থেকে অবস্থানরত চাকরিপ্রার্থীরা। তাদের দাবিকে সমর্থন জানিয়ে জলপাইগুড়ি জেলা জাতীয় কংগ্রেসের উদ্যোগে রাজীব ভবনের সামনে প্রতীকী অবস্থান-বিক্ষোভ সামিল জেলা কংগ্রেস।

যেহেতু আজকেই মাল বাজারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই আন্দোলনের মাধ্যমে তাদের দাবির কথা জানাতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

কলকাতায় ধুমধাম করে দুর্গাপূজা কার্নিভাল পালন করার পরে মালবাজারে ঘটনায় নিহত এবং আহতদের পরিবারের পাশে থাকার জন্য নাটক তিনি করছেন তার পর্দা ফাঁস করার জন্যই প্রতীকী অবস্থান বিক্ষোভে তারা শামিল হয়েছেন এমনটাই জানাচ্ছেন জেলা কংগ্রেসের পক্ষ থেকে। এদিন প্রতীকী অবস্থান-বিক্ষোভ থেকে দুর্নীতিগ্রস্ত সরকার এবং এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন তারা।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।