আন্তর্জাতিক

টর্নেডো হানায় বিপর্যস্ত আমেরিকার ছয় রাজ্য, মৃত্যু ১০০

এনএফবি, নিউজ ডেস্কঃ

টর্নেডো হানায় তছনছ মার্কিন যুক্তরাষ্ট্রের ছয় রাজ্য। ঘন্টায় ৩২০ কিমি বেগে একাধিক রাজ্যে আছড়ে পড়েছে এই ঝড়। মৃতের সংখ্যা ১০০ অতিক্রম করেছে বলেই সংবাদ সূত্রে জানা গেছে।

কেনটাকি, আরকানসাস, মিসিসিপি, ইলিনয়, মিসৌরি, টেনেসিতে প্রায় ৩০টি ঝড় আছড়ে পড়ে। এরমধ্যে কেনটাকির অবস্থা ভয়াবহ। ঝড়ের দাপটে শুধু সেখানেই মৃতের সংখ্যা প্রায় ৭০। কেনটাকির গর্ভনর অ্যান্ডি বেশিয়ার বলেছেন, “আমি এরকম ঝড় আগে দেখিনি। আমরা নিশ্চিত মৃতের সংখ্যা ৭০-এর অনেক বেশি। দিনের শেষে তা ১০০-ও পেরিয়ে যেতে পারে।“ স্থানীয় এক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কেনটাকির একটি মোমবাতি কারখানা ঝড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে সে সময় প্রায় ১১০ জন ওই কারখানার ভিতরে ছিলেন। ইলিনয়ে অ্যামাজনের একটি গুদামের বেশিরভাগটাই ধবংস হয়ে গিয়েছে। ছাদের কিছুটা অংশ ও একদিকের দেওয়াল ভেঙে পড়ে। যার কারণে সেখানে শতাধিক শ্রমিক আটকে পড়েছে। আরকানসাসের একটি নার্সিংহোমের একাংশ ভেঙে পড়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ধবংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে অন্তত ২০ জন। হপকিন্স কাউন্টিতে ঝড়ের দাপটে একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। বিবিসি সূত্রে জানা গেছে, কেনটাকিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এই টর্নেডোকে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ঝড় বলে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।