জেলা

হাসপাতালের ভিতরে সাপ, আতঙ্ক

এনএফবি, জলপাইগুড়িঃ

হাসপাতালের ভেতরে ঢুকে পড়ল একটি বিষধর গোখরো সাপ। হাসপাতালে‌র বহির্বিভাগে‌র রোগীদের একটি ঘরের মধ্যে সাপ ঢোকা‌য় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি জেলা হাসপাতালে।

হাসপাতালের ভেতরের ঘরে সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাদের আত্মীয়রা। প্রথম স্বাস্থ্য কর্মীদের নজরে আসে গোখরো সাপটি। সাপ দেখেই আতঙ্কিত হয়ে পড়েন স্বাস্থ্য কর্মী ও রোগীরা। আতঙ্কে হুলুস্থুল অবস্থা শুরু হয়ে যায় হাসপাতাল চত্বরে। ঘটনার কথা জানতে পেরে ছুটে আসেন জেলা মুখ‍্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার।

খবর পেয়ে হাসপাতালে আসেন বনকর্মীরা। ততক্ষণে হাসপাতালের সামনে প্রচুর মানুষের ভীড় জমে যায়। প্রায় আড়াই ফুট লম্বা ছোট আকৃতির গোখরো সাপটি ঘরের এক কোনে ঘাপটি মেরে ছিল। সাপটিকে ‌ধরতে গেলে রীতিমতো ফনা তুলে সেটি। দীর্ঘক্ষণের ‌চেষ্টা‌য় অবশেষে ‌সাপটিকে পাকড়াও করেন বনকর্মীরা। এরপর আতঙ্ক মুক্ত হয় গোটা হাসপাতাল চত্বর।