ক্রীড়া

আইপিএল ফাইনাল দেখতে রামিজকে আমন্ত্রণ জানান সৌরভ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

প্রথম আইপিএল (IPL) -এর পর আর পাকিস্তান (Pakistan) -এর ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয় না। কিন্তু তা সত্ত্বেও পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা (PCB Chairman Ramiz Raja) -কে আইপিএল ফাইনাল (IPL Final) দেখতে আমন্ত্রণ জানিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী (BCCI President Sourav Ganguly) । যদিও এই আমন্ত্রণ গ্রহণ করেননি রামিজ রাজা। তিনি আইপিএল ফাইনাল দেখতে যাননি। একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজেই এ প্রসঙ্গে জানিয়েছেন, “দু’বার সৌরভ গঙ্গোপাধ্যায় আমাকে আইপিএল ফাইনাল দেখতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। গতবারের পর এবারও তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। ক্রিকেটীয় কারণে আমার এই আমন্ত্রণ গ্রহণ করা উচিত ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির বিচারে আমি এই আমন্ত্রণ গ্রহণ করলে কী প্রতিক্রিয়া হবে, সেটা ভেবেই যাইনি।”রামিজ রাজা আরও বলেছেন, “আমি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছি। আমি জানিয়েছি, পাকিস্তান ক্রিকেট দল ভারতে গিয়ে খেলতে চায়। কিন্তু দু’দেশের রাজনৈতিক পরিস্থিতির জন্যই এটা সম্ভব হচ্ছে না। আমি সৌরভকে বলেছি, এখন ওদের ক্রিকেট বোর্ডে তিনজন প্রাক্তন ক্রিকেটার আছে। ওরা যদি পরিস্থিতি বদলাতে না পারে, তাহলে কারা পারবে?”

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।