স্থানীয়

বিশ্ব নাট্যদিবসে নাট্যদলগুলির বিশেষ উদযাপন

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

২৭ শে মার্চ রবিবার বিশ্ব নাট্যদিবস। সেই উপলক্ষ্যে বিশ্বের নানা প্রান্তে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। সংস্কৃতির পীঠস্থান পশ্চিমবঙ্গের নাটকের শহর নামে পরিচিত আত্রাই নদীর ধারের ছোট্ট সুন্দর শহর বালুরঘাট। আর বিশ্ব নাট্যদিবস নিয়ে নাটকের শহরের বাড়তি উন্মাদনা থাকবে তা বলাই বাহুল্য।

বিশ্ব নাট্য দিবস উপলক্ষে বালুরঘাট শহরের বিভিন্ন নাট্য দলগুলি আজ সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। সেই অনুষ্ঠানেগুলির মধ্যে সবথেকে বেশি নজরকাড়া উদ্যোগ হল বালুরঘাট নাট্যকর্মী আয়োজিত মুখোশ তৈরি ও মেকআপের কর্মশালা। নাটকের প্রধান যে দুটি জিনিস প্রয়োজন তা হলো প্রপস ও মেকআপ। আর প্রপসের এর মধ্যে অন্যতম হলো মুখোশ। তাই বালুরঘাটের নব প্রজন্মের নাট্যকর্মীদের প্রপস তৈরি শেখানোর উদ্দেশ্যে নাট্যদল বালুরঘাটের নাট্যকর্মীরা এই কর্মশালার আয়োজন করে।

নিজস্ব চিত্র

পাশাপাশি বালুরঘাটের নাট্যদল নতুন প্রজন্মের নাট্যকর্মীদের মেক আপ বিষয়ে সম্যক ধারণা প্রদান করে ৷বালুরঘাট নাট্যদল আয়োজিত এই কর্মশালা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে ৷