চা শ্রমিকদের জন্য রাজ্য সরকারের পরিচয়পত্র প্রদান অনুষ্ঠান

এনএফবি, আলিপুরদুয়ারঃ

গত বছরের শেষ দিকে মালবাজারে অনুষ্ঠিত এক দলীয় সমাবেশে উত্তরবঙ্গের চা শ্রমিকদের রাজ্য সরকারের বিশেষ পরিচয়পত্র তুলে দেওয়ার জন্য শ্রমদপ্তরকে অনুরোধ জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অনুরোধকে বাস্তবায়িত করতে মাঠে নামে রাজ্য শ্রম দপ্তর। গত সেপ্টেম্বর মাস থেকে এখনও পর্যন্ত কমপক্ষে দেড় লক্ষ চা শ্রমিকের হাতে ওই পরিচয়পত্র তুলে দেওয়া হয়েছে। শনিবার ওই প্রকল্পের আওতায় আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের তাসাটি ও এথেলবাড়ি চা বাগানের শ্রমিকদের হাতে তুলে দেওয়া হ’ল চা শ্রমিকদের জন্যে রাজ্য সরকারের বিশেষ পরিচয়পত্র। এ দিনের পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে তাসাটি চা বাগানের মাঠে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক, আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব।

মলয় ঘটক, শ্রম মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার। নিজস্ব চিত্র

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।