স্থানীয়

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রামীণ শাখায় সর্বস্বান্ত গ্রাহকেরা, চাঞ্চল্য

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

২০১৫ সালে কাঁকটিয়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্রাঞ্চ অফিস থেকে রামতারক হাট এলাকার বল্লুক অঞ্চল অফিসের কাছে একটি গ্রামীণ শাখা উদ্বোধন হয়। গ্রামের এলাকাবাসীরা ঐ ব্যাংকের গ্রামীণ শাখাতে টাকা জমা করতেন । কিন্তু বেশ কয়েকদিন ধরে গ্রামীণ ব্যাংকে কয়েক জন এলাকা বাসীর সঞ্চয়ের রাখা টাকার থেকেও কম টাকা রয়েছে । তা দেখে মাথায় হাত পড়ে যায় বেশ কয়েক জন গ্রাহকের । আজ সমস্ত গ্রাহকেরা ব্যাংকে এসে তাদের ব্যাংকের বই আপডেট করতে গিয়ে তাদের প্রায় চক্ষু চড়কগাছ হয়ে যায় । যা টাকা জমিয়ে ছিলেন সেই টাকা তো নেই তার থেকেও কম টাকা রয়েছে গ্রামীণ শাখা ব্যাংকে। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে তমলুক থানার পুলিশ।

তবে কীভাবে এই ডিপোজিটেড টাকা খোয়া গেছে গ্রাহকদের সেই নিয়ে কিছু বলতে চাইছে না ব্যাংক কর্তৃপক্ষ। কার্যত মুখে এক প্রকার কুলুপ এঁটেছে ব্যাংক কর্তৃপক্ষ। এই মুহূর্তে গ্রামীণ শাখা ব্যাংকে তুমুল উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।