স্থানীয়

নন্দীগ্রামে রাস্তা সংস্কার এবং পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

৭২ ঘন্টার মধ্যে ফের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে রাস্তা সারাই ও পানীয় জলের দাবিতে পথ অবরোধ করল গ্রামবাসীরা ৷ নন্দীগ্রাম-তেরপেখিয়া রাজ্য সড়কের বেদমন্দির বাস স্ট্যান্ড অবরোধ করে গ্রামের মহিলারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নন্দীগ্রাম থানার পুলিশ গেলে পুলিশ কে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামের মহিলারা ৷

নিজস্ব চিত্র

এদিনের অভিযোগ ছিল নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের অন্তর্গত বয়াল ২ গ্রাম পঞ্চায়েতের অধীন আশদতলা গ্ৰামে দীর্ঘদিন থেকে রাস্তা খারাপ, বর্ষাকালে রাস্তার বেহাল দশা এছাড়াও এলাকায় রয়েছে পানীয় জলের সমস্যা। বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন সুরাহা না হওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা মূলত মহিলারা শনিবার আবারও অবরোধের পথ বেছে নিলো বলে স্থানীয় সূত্রে জানা যায়। তাদের দাবি দীর্ঘদিন এই গ্রামে পঞ্চায়েত অফিসে ও দুয়ারে সরকারে জানিয়ে কোন লাভ হয়নি। নন্দীগ্রাম থানার পুলিশ এলে গ্রামবাসীরা তাদের ক্ষোভ উগড়ে দেন। অবরোধ কারীদের দাবি যতক্ষণ না বিডিও আসবেন ততক্ষণ অবরোধ চলবে।

নিজস্ব চিত্র