বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে বুধবারই বেঙ্গালুরুতে পৌঁছল স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানেরা
এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
হাতে সময় রয়েছে আর মাত্র এক সপ্তাহ। এরপরই ভারতের ঘরের মাঠে বর্ডার গাভাসকর ট্রফিতে নামতে চলেছে অস্ট্রেলিয়া। গুরুত্বপূর্ণ এই টেস্ট সিরিজে নামার লক্ষ্যে বুধবারই বেঙ্গালুরুতে পৌঁছলেন স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশানে সহ অ্যালেক্স কেরি-রা। একসঙ্গে নয় ভাগে ভাগেই ভারতে আসছে অস্ট্রেলিয় ক্রিকেটাররা। বুধবার সকালেই ভারতের মাটিতে পা রাখলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটাররা। আগামী ৯ ফেব্রুয়ারী ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে নামবে ব্যাগী গ্রীনরা। দীর্ঘ ১৮ বছরের জয়ের খরা কাটাতেই এখন মরিয়া তারা।
ঘরের মাঠে এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে নেমেছিল অস্ট্রেলিয়া। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা দুই দলের বিরুদ্ধেই ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতে নিয়েছে তারা। সেইসঙ্গেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নিজেদের জায়গা পাকা করে নিয়েছে তারা। তবুও ভারতের বিরুদ্ধে এই টেস্ট সিরিজ অস্ট্রেলিয়া ব্রিগেডের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ।
২০০৪ সালের পর থেকে ভারতের বিরুদ্ধ ভারতের মাটিতে সিরিজ জিততে ব্যর্থই হয়েছে তারা। ২০০৪ সালে অ্যাডাম গিলক্রিস্টের নেতৃত্বে শেষবার ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর থেকে আর কোনও টেস্ট সিরিজই জিততে পারেনি ভারতের মাটিতে। সেই ধারাই এবার বদলাতে মরিয়া হয়ে রয়েছে অজি শিবির।
দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয় যে সেই লক্ষ্যে অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাস বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। ফর্মে রয়েছেন স্টিভ স্মিথ, ট্রেভিস হেডদের মতো ক্রিকেটাররা। যদিও প্রথম ম্যাচে খেলতে পারবেন না মিচেল স্টার্ক। পেসের সঙ্গে ভারতের মাটিতে স্পিন আক্রমণের ওপরও জোর দিচ্ছে তারা।
ভারতের বিরুদ্ধে নামার প্রস্তুতিটা ঘরের মাঠ থেকেই শুরু করে দিয়েছিল অজি বাহিনী। ভারতের পিচের সঙ্গে সামঞ্জস্য রেখেই পিচ তৈরি করে ঘরের মাঠে প্রস্তুতি চালিয়েছিল ব্যাগি গ্রীম বাহিনী। আপাতত বেঙ্গালুরুতেই শিবির চলবে অস্ট্রেলিয়ার। সেখানেই চার দিনের ত্রিকেট শিবিরের সূচী রয়েছে পাঁচবারের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার। ভারতের মাটিতে পরিসংখ্যান বদল করতে মরিয়া হয়ে রয়েছন তারা।
অন্যদিকে ২ ফেব্রুয়ারীই ভারতীয় দলের ক্রিকেটাররাও নাগপুরে ভারতীয় শিবিরে যোগ দিতে চলেছেন। ঘরের মাঠে টেস্ট সিরিজ হলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে চায়না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। নাগপুরে অস্ট্রেলিয়া যে তাদের উদ্দেশ্যে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে তা বলাই বাহুল্য।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।