ক্রীড়া

নেতৃত্বে স্মিথ

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

বর্ডার-গাভাসকর সিরিজের শেষ দুই টেস্টের মতো আসন্ন একদিনের সিরিজেও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। মায়ের মৃত্যুর পর আপাতত দেশেই থাকছেন পূর্ণ সময়ের অজি অধিনায়ক প্যাট কামিন্স। তবে কামিন্সের বদলি হিসাবে কাউকে পাঠাচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া।

অজি শিবিরের পক্ষে সুখবর, চোট সারিয়ে দলের সঙ্গে যোগ দিচ্ছেন ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েল৷ মার্শ কাপ ফাইনালে পাঁচ উইকেট নেওয়ার পর ভারতে ফিরছেন অ্যাশটন অ্যাগারও।

উল্লেখ্য, এই নিয়ে পাঁচ ম্যাচে চারজন নেতৃত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়াকে। গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ড সিরিজের পর অবসর নিয়েছিলেন তৎকালীন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন কামিন্স। সেই সিরিজের শেষ ম্যাচে তিনি বিশ্রাম নেওয়ায় ক্যাপ্টেনের আর্মব্যান্ড গিয়েছিল জশ হ্যাজলউডের কাছে। কিন্তু হ্যাজলউড সফরের শুরুতেই অ্যাকিলিস টেন্ডনের চোটে ছিটকে গিয়েছেন৷ ফলে ভারতের মাটিতে সফল স্মিথের নেতৃত্বেই চলতি বছরের বিশ্বকাপের মহড়া সেরে নিতে চাইছে অজিরা।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।