আন্তর্জাতিকফিচার

জাপানে শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

এনএফবি, নিউজ ডেস্কঃ

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। বুধবারের এই ভূমিকম্প রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৩। এই ভূকম্পের পরই জারি হয়েছে সুনামির সতর্কবার্তা।

জাপানের ন্যাশনাল সেন্টার পর সিসমোলোজি জানিয়েছে, রাজধানী টোকিও-র ২৯৭ কিমি উত্তর-পূর্বে এই এই ভূমিকম্প অনুভূত হয়েছে রাত ৮.০৬ টায়।

জাপানের আবহাওয়া বিভাগের তথ্য অনুসারে, ফুকুশিমা অঞ্চলের উপকূল বরাবর মাটির ৬০ কিমি গভীরে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এরইমধ্যে জাপানের উত্তর-পূর্ব উপকূল অঞ্চলে সুনামির সতর্ক বার্তা জারি করা হয়েছে। মিয়াগি ও ফুকুশিমার উপকূলবর্তী অঞ্চলের পাশাপাশি উত্তর-পূর্ব উপকূলে ১ মিটার উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।