পুলিশ সুপারের নিরাপত্তা রক্ষীদের কোয়ার্টার থেকে সাব ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ উদ্ধার

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

জেলা পুলিশ সুপারের বাংলোয় পাশে নিরাপত্তার রক্ষীদের কোয়ার্টারের থেকে এক সাব ইনস্পেকটরের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।

জানা গেছে, উদ্ধার হওয়া সাব ইন্সপেক্টরের নাম অরুণ কুমার চৌধুরী(৫৭)। তমলুক থানার হরিদাসপুর এলাকার বাসিন্দা ছিলেন তিনি। মৃতের স্ত্রী এবং দুই ছেলে বর্তমান।
দীর্ঘদিন ধরে পূর্ব মেদিনীপুর জেলায় কর্মরত ছিলেন তিনি।

পুলিশ দেহ উদ্ধার করে তাম্রলিপ্ত গভার্নমেন্ট মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

সূত্রের খবর বেশ কিছুদিন ধরে মৃত পুলিশ অফিসার মানসিক অবসাদে ভুগছিলেন। কি কারনে এই আত্মহত্যা তমলুক থানা পুলিশ তদন্ত করে দেখছে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।