ক্রীড়া

কলকাতায় সাব জুনিয়র আর্টেস্টিক জিমন‍্যাস্টিক্সের আসর

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

একুশ বছর পর সাব জুনিয়র আর্টেস্টিক জিমন‍্যাস্টিক্সের আসর বসতে চলেছে কলকাতায়। আগামী বৃহস্পতিবার থেকে এই প্রতিযোগিতা শুরু হবে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

সোমবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে জানালেন রাজ‍্য জিমন‍্যাস্টিক্সের সচিব প্রনব কুমার বসু।

এখনও পর্যন্ত ২১টি রাজ‍্যের প্রতিযোগীরা নাম নথিভুক্ত করেছেন। অনূর্ধ্ব-১২ ও ১৪ বিভাগে ছেলে, মেয়েরা এই ন‍্যাশনাল চ‍্যাম্পিয়নশিপে অংশ নিতে চলেছে। বাংলা থেকে মোট ১৩ জন প্রতিযোগী অংশ নিচ্ছে। সব মিলিয়ে এই চ‍্যাম্পিয়নশিপে মোট ৪০০ জন প্রতিযোগী অংশ নিচ্ছে।

এইদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আলিম্পিয়ান প্রণতি নায়েক, ন‍্যাশনাল চ‍্যাম্পিয়ন প্রনতি দাস। ছিলেন বিওএ-সভাপতি স্বপন (বাবুন) ব‍্যানার্জি, সহ সভাপতি রামানুজ মুখার্জি।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।