রাজ্যলেটেস্ট

বড়ঞায় পুলিশি বাধার মুখে সুকান্ত

এনএফবি, মুর্শিদাবাদঃ

বড়ঞায় দফায় দফায় পুলিশি বাধার মুখে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

বৃহস্পতিবার বড়ঞা হাইস্কুল মাঠে বিজেপির জনসভা ডাক দেওয়া হয়েছিল আর সেই জনসভাতে যাওয়ার পথে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আন্দি কালিবাড়িতে নামেন এবং সেখান থেকেই একটি পদযাত্রা করে বিধায়ক জীবন কৃষ্ণ সাহা বাড়ি ও তার বাড়ির পিছনে মোবাইল ফেলে দেওয়া সেই পুকুর পরিদর্শন করবেন বলে উদ্যোগ নিতেই পুলিশি বাধার মুখে পড়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রথমে আন্দি কালিবাড়িতে পুলিশ বাইক মিছিল আটকে দেয় সেখানেই পুলিশের সাথে কার্যত ব্যাপক ধস্তাধস্তি বাঁধে বিজেপি নেতাকর্মী ও সমর্থকদের পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বিজেপি কর্মীরা ঢুকতে গেলে কার্যত ধাক্কাধাক্কি হয় বিজেপি কর্মী ও পুলিশের মধ্যে পড়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গাড়ি করে আন্দি কালীবাড়ি থেকে উঠে এসে জীবন কৃষ্ণের বাড়ির পিছনে থাকা সেই পুকুর পরিদর্শন করতে গিয়েও পুলিশি বাধার মুখে পড়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কান্দি মহাকুমা পুলিশ আধিকারিক সাগর রানা নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বিজেপি রাজ্য সভাপতি সহ বিজেপি নেতৃত্বদের আটকে দেয় কার্যত ধস্তাধস্তি হয় পুলিশ ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে পড়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় মুর্শিদাবাদ জেলা অতিরিক্ত পুলিশ সুপার। এই ঘটনায় বিজেপি মহিলা কর্মী ও সমর্থকদের ধাক্কা এবং গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে পুরুষ পুলিশের বিরুদ্ধে।

তবে সর্বশেষে পুলিশের বাধার মুখে পড়ে জীবনকৃষ্ণের মোবাইল ছুড়ে ফেলে দেওয়া সেই পুকুরে যেতে পারেনি সুকান্ত মজুমদার অবশেষে তাকে সেখান থেকে ফিরে গিয়ে বড়ঞা হাই স্কুল ময়দানে জনসভায় যোগ দিতে দেখা গেছে।
উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের বিজেপির দুই বিধায়ক।