ক্রীড়া

বৃষ্টিস্নাত যুবভারতীতে সুনীলদের ঝড়, হং কং কে ৪ গোল ভারতের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

বৃষ্টিস্নাত যুবভারতীর দর্শকদের পয়সা উসুল। একদিকে প্রকৃতির ঝড়। অন্যদিকে যুবভারতীতে ভারতীয় ফুটবল দলের ঝড়। ফলস্বরূপ হং কং কে ৪-০ গোলে উড়িয়ে মাঠ ছাড়লো সুনীল ছেত্রীরা। গ্রূপের শীর্ষস্থানে থেকেই ২০২৩ সালে এশিয়া কাপ খেলতে যাবে টিম ইন্ডিয়া। ম্যাচ শুরুর আগেই এশিয়া কাপে কোয়ালিফাই করা নিশ্চিত হয়ে যায় ভারতের। ম্যাচের শুরুর প্রথম মিনিটেই আনোয়ার আলির গোলে এগিয়ে যায় ভারত।ছোট কর্নার নিয়েছিলেন রোশন নাওরেম। বল উড়ে আসে বক্সে। ভারতের কেউ হেড করতে পারেননি। জটলার মধ্যে থেকে হংকংয়ের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে পারেননি। ফাঁকায় একটু জায়গা পেয়ে আচমকাই শট নেন আনোয়ার। সেই শটেই গোল হয়ে যায়। গোল করার পরে আরও কিছু আক্রমণ করে ভারত। এক বার সাহাল সামাদের বাঁ পায়ের জোরালো শট বারে লেগে ফিরে আসে। যদিও ভারতের ডিফেন্স প্রথমার্ধে বেশ নড়বড়েই ছিল। হং কং এর একটি শট পোস্টে লেগে ফিরে আসে । এভাবেই আক্রমণ এবং প্রতিআক্রমণ নির্ভর ফুটবল চলতে থাকে। তবে প্রথমার্ধের একদম শেষে জিক্সনের পাস থেকে অসাধারণ গোল করে যান সুনীল ছেত্রী। এটি ভারত অধিনায়কের দেশের জার্সিতে করা ৮৪ তম গোল। লিও মেসির থেকে আর ২ গোল পিছিয়ে তিনি। এরপর দ্বিতীয়ার্ধেও আক্রমণ নির্ভর ফুটবল জারি থাকে। ৫২ মিনিটে সুনীলের জোড়ালো শট সেভ করেন হং কং গোলকিপার। হং কংও আক্রমণ জারি করে কিন্তু গোলের মুখ খুলতে পারেনি।৭৬ মিনিটে সুনীলকে তুলে নেন ভারতীয় কোচ ইগর স্টিমাচ। ভারত আরও পরিবর্তন করে, লিস্টন কোলাসো এবং মনবীর সিংকে নামানো হয় উদান্ত সিং আর সাহালের জায়গায়। নেমেই গোল করে যান এটিকে মোহনবাগানের তরুণ ফুটবলার মনবীর। ৮৫ মিনিটে পেনাল্টি বক্স থেকে বুলেট শটে গোল করেন মনবীর। অতিরিক্ত সময়ের ৯৩ মিনিটে কাউন্টার অ্যাটাকে তরুণ ফুটবলার ইশান পন্ডিতা গোল করেন ভারতের ব্যবধান বাড়ায়। প্রায় ৬০০০০ দর্শক এদিন মাঠে এসেছিল ম্যাচ দেখতে। তুমুল ঝড় বৃষ্টির মধ্যেও তারা মাঠ ছাড়েননি। সর্বদা দলকে সাপোর্ট করে যান। এদিন আবার ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর মা, বাবা, স্ত্রী, শাশুড়িও এসেছিলেন ম্যাচ দেখতে, তারাও দর্শকদের মতো তৃপ্তির ঢেকুর তুলে মাঠ ছাড়লেন।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।