জয়ী সানরাইজার্স হায়দরাবাদ
এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
৬৬ বলে অপরাজিত ৯৯ রানের ইনিংস খেলেও পরাজিত দলের অধিনায়ক হিসাবে থাকতে হল শিখর ধাওয়ানকে। মায়াঙ্ক মারকাণ্ডে (৪/১৫), মার্কো য়্যানসেনদের (২/১৬) সামনে শিখর ও স্যাম কারান (১৫ বলে ২২) ছাড়া পাঞ্জাব কিংসের কেউ দু’অঙ্কের রান পাননি। ফলে ১৪৩/৯-এর বেশি তুলতে পারেনি পাঞ্জাব।
জবাবে রাহুল ত্রিপাঠী (৪৮ বলে ৭৪ অপরাজিত), এডেন মার্করামরা (২১ বলে ৩৭ অপরাজিত) মাত্র ১৭.১ ওভারেই জয় এনে দেন সানরাইজার্স হায়দরাবাদকে।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।