মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের
এনএফবি, ওয়েব ডেস্কঃ
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগে ঐতিহাসিক রায় সর্বোচ্চ আদালতের। বৃহস্পতিবার পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ রায় দিয়েছে। রায়ে বলা হয়েছে, মুখ্য নির্বাচনী আধিকারিক ও আরও দুই নির্বাচনী আধিকারিক যাঁরা দেশ জুড়ে ভোটের দায়িত্ব থাকবেন, তাঁদের নিয়োগ হবে নয়া নিয়মে। তিন সদস্যের প্যানেলের অনুমোদন নিয়ে তাঁদের নিয়োগ করবেন দেশের রাষ্ট্রপতি। তিন সদস্যের এই বিশেষ প্যানেলে থাকবেন দেশের প্রধানমন্ত্রী, পার্লামেন্টের বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
নির্বাচন কমিশনের উচ্চপদে নিয়োগ আরও স্বচ্ছ হওয়া প্রয়োজন-এই দাবি নিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলায় আজ এই ঐতিহাসিক রায় দিল শীর্ষ আদালত।
‘নির্বাচনের স্বচ্ছতা বজায়’ রাখতেই এই রায় বলে উল্লেখ করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।