ক্রীড়া

নজর কাড়ল সূর্য কুমারের আগ্রাসী ব্যাটিং

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও জয় দিয়ে শুরু করল টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম টি-২০ ম্যাচে প্রোটিয়াদের আট উইকেটে হারাল রোহিত শর্মা অ্যান্ড কোং।

তিরুবনন্তপুরমের সবুজ পিচে ম্যাচের দ্বিতীয় ওভারেই তিন উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন অর্শদীপ সিং (৩/৩২)। দোসর ছিলেন দীপক চাহর (২/২৪)। ন’রানে পাঁচ উইকেট হারিয়ে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে চেষ্টা চালিয়েছিলেন এডেন মার্করাম (২৪ বলে ২৫), ওয়েন পার্নেলরা (৩৭ বলে ২৪)। তবে প্রোটিয়াদের তিন অঙ্কে পৌঁছে দেওয়ার মূল কারিগর কেশব মহারাজ (৩৫ বলে ৪১)। শেষদিকে হর্ষল পটেল (২/২৬), অক্ষর পটেলরা (১/১৬) আঁটোসাঁটো বোলিং করায় ১০৬/৮-এর বেশি তুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। রবিচন্দ্রন অশ্বিন উইকেট না পেলেও চার ওভারে মাত্র আট রান খরচ করেছেন।

ভারত দলীয় ১৭ রানের মধ্যেই রোহিত শর্মা (২ বলে ০) ও বিরাট কোহলির (৯ বলে ৩) উইকেট হারিয়েছিল। কিন্তু আর কোনও বিপদ আসতে দেননি কে এল রাহুল (৫৬ বলে ৫১ অপরাজিত) ও সূর্যকুমার যাদব (৩৩ বলে ৫০ অপরাজিত)। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ৬৩ বলে ৯৩ রান যোগ করেন তাঁরা। ২০ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।
চ্যালেঞ্জিং পিচে বিশেষজ্ঞদের নজর কেড়েছে সূর্যকুমার যাদবের আগ্রাসী ব্যাটিং।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।