সুতপা কান্ডে ধৃতকে ফের তোলা হল আদালতে

এনএফবি,মুর্শিদাবাদঃ

বহরমপুরে সুতপা চৌধুরী খুনের ঘটনায় ধৃত কে পুনরায় তোলা হল বহরমপুর আদালতে। সোমবার সিজিএম থেকে সেশন কোর্ট ট্রান্সফার করেছে। আগামী ২৯শে জুলাই তাকে পুনরায় আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। সোমবার বহরমপুর আদালত চত্বরে উপস্থিত ছিলেন সুতপা চৌধুরীর বাবাও। তিনি এই মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে আদালতের কাছে আবেদন করেন।