জেলা

বালুরঘাটে তাইকুন্ডো প্রতিযোগিতার আয়োজন

এনএফবি,বালুরঘাটঃ

দুদিনের রাজ্য স্তরীয় তাইকুন্ডো মার্শাল আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বালুরঘাটে। আত্মরক্ষার পাশাপাশি ছেলে-মেয়েদের মানসিক ও শারীরিক বিকাশের লক্ষ্যে বিবেকানন্দ স্টেট তাইকুন্ডো চ্যাম্পিয়নশিপ ২০২২ এর আয়োজন করে নর্থবেঙ্গল বিকেকানন্দ এমেচার তাইকুন্ডো একাডেমি।

শনি ও রবিবার দুদিন ধরে চলা এই প্রতিযোগিতার উদ্বোধন করেন আয়োজক একাডেমির কর্মকর্তা তথা মাস্টার তরুণ আচার্য্য, ইউনাইটেড এমেচার তাইকুন্ডো একাডেমি ইন্ডিয়ার সাধারণ সম্পাদক মাস্টার বুদ্ধদেব দত্ত। দক্ষিণ দিনাজপুর জেলার পাশাপাশি কোচবিহার, জলপাইগুড়ি, উত্তরদিনাজপুর, নদীয়া, উত্তর ২৪ পরগণা, কোলকাতা সহ অনান্য জেলাগুলির ১৫২ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। আয়োজক একাডেমীর সাধারণ সম্পাদক মানবেন্দ্র মাহাতো জানান, “পড়ুয়াদের শারীরিক ও মানসিক গঠনে খেলাধূলা অন্যতম অঙ্গ । তাইকুন্ডোর মাধ্যমে আমরা তাদের সেই জায়গায় এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর।”

নিজস্ব চিত্র