ঘোষিত জেলা কমিটির তালিকা নিয়ে সহমত নন তাহের

এনএফবি, মুর্শিদাবাদঃ

বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সদ্য প্রকাশিত তালিকা নিয়ে সহমত পোষণ করছেন না সাংসদ আবু তাহের খান। বুধবার সংবাদমাধ্যমকে আবু তাহের জানান, যে জেলা কমিটির তালিকা তৈরি হয়েছে সেই তালিকা তাকে না জানিয়ে, তাকে অন্ধকারে রেখে তৈরি করা হয়েছে। অর্থাৎ এই তালিকা নিয়ে তিনি সহমত নন।

একইসঙ্গে তিনি বলেন, রাজ্য নেতৃত্বের সঙ্গে তিনি কথা বলেছেন। সর্বোচ্চ নেতৃত্ব তাকে জানিয়েছে আলাপ আলোচনার মধ্যে দিয়েই তালিকা তৈরি হবে।

অন্যদিকে এ বিষয়ে জেলা তৃণমূল সভানেত্রী শাওনি সিংহ রায় জানিয়েছেন, রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুযায়ী তিনি তালিকা প্রকাশ করেছেন। কারো মানা না মানাটা তাদের ব্যক্তিগত ব্যাপার।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।