ক্রীড়া

গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে টিম রোহিত

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

প্রত্যাশিতভাবেই গ্রুপ শীর্ষে থেকে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল টিম ইন্ডিয়া। গ্রুপের শেষ ম্যাচে জিম্বাবোয়েকে ৭১ রানে হারালেন রোহিত শর্মারা।
এদিনও বড় রান পাননি রোহিত (১৩ বলে ১৫)। বিরাট কোহলিও ২৫ বল খেলে ২৬ রানের বেশি করতে পারেননি। তবে ৩৫ বলে ৫১ রানের ইনিংস খেলে দলকে শক্ত ভিতে দাঁড় করিয়ে দেন কে এল রাহুল। সেখান থেকে ২৫ বলে ৬১ রানের চোখধাঁধানো ইনিংস খেলে দলকে ১৮৬/৫-এ পৌঁছে দেন সূর্যকুমার যাদব।

জিম্বাবোয়ের পক্ষে শন উইলিয়ামস ন’রানে দু’উইকেট নেন। ইনিংসের প্রথম বলেই ওয়েসলি ম্যাডহেভেয়ারকে ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার। ভারতীয় পেসারদের দাপটে একসময় ৩৬/৫ হয়ে গিয়েছিল জিম্বাবোয়ের স্কোর। তবে দলকে কিছুটা ভদ্রস্থ জায়গায় নিয়ে যান রায়ান বার্ল (২২ বলে ৩৫) ও সিকন্দর রাজা (২৪ বলে ৩৪)। তবে টিম ইন্ডিয়াকে আবার চালকের আসনে বসিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন (৩/২২)। সফল মহম্মদ শামি (২/১৪) ও হার্দিক পাণ্ড্যও (২/১৬)। ১১৫ রানেই শেষ হয়ে যায় জিম্বাবোয়ের ইনিংস।

এই নিয়ে চতুর্থবার টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল টিম ইন্ডিয়া।

টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালের সূচিঃ

৯ নভেম্বরঃ নিউজিল্যান্ড-পাকিস্তান, সিডনি, দুপুর ১-৩০ (ভারতীয় সময়)

১০ নভেম্বরঃ ইংল্যান্ড-ভারত, অ্যাডিলেড, দুপুর ১-৩০ (ভারতীয় সময়)