সাধারণস্থানীয়

দুই কোটি টাকায় নিলাম তেলিয়া ভোলা

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

আবারও কোটিপতি হলেন এক মৎস্য ব্যবসায়ী। কার্যত রাতারাতি কোটিপতি হলেন তিনি । পূর্ব ভারতের সবথেকে বৃহত্তম নোনা মাছের মৎস্য নিলাম কেন্দ্র পূর্ব মেদিনীপুর জেলার দিঘা মোহনায় দু’কোটি টাকায় বিক্রি হলো তেলিয়া ভোলা। উদ্ধার করা হুয়া তেলিয়া ভোলা মাছের বাজারমূল্য প্রায় দু’কোটি টাকা।

জানা গিয়েছে এক ট্রলারে মৎস্য শিকারের সময় জালে উঠে আসে ১২০ টি বড় মাপের তেলিয়া ভোলা। শনিবার সকালে দিঘা মোহনা আড়তে বিক্রি করার জন্য নিয়ে আসেন ওই মৎস্য ব্যবসায়ী। কলকাতার একটি ব্যবসায়ী নিলামে মাছগুলি কিনে নেয়। বিক্রি হওয়া মাছের বাজারমূল্য প্রায় দু’কোটি টাকা। দিঘা মোহনায় মৎস্য ব্যবসায়ী গিরিশচন্দ্র রাউ বলেন ” ট্রলারে ১২০ টি তেলিয়া ভোলা পাওয়া গেছে। কলকাতার ব্যবসায়ী কিনে নেয়।” এই সম্বন্ধে মৎস্যজীবী তপন দাস বলেন, “বিগত বহুবছর ধরে আমি মৎস্য ব্যবসার সঙ্গে যুক্ত কিন্তু এত সংখ্যক বৃহৎ আকৃতির তেলিয়া ভোলা মাছ আগে কখনো ওঠেনি ৷ গভীর সমুদ্রে গিয়ে এই মাছ উঠেছে, খুব আনন্দিত আমরা ।”