তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। দলীয় কার্যালয় ভাঙচুরের পাশাপাশি আহত ছয় তৃণমূল কর্মী। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে চন্দ্রকোনারোড শহর সংলগ্ন নবকোলা এলাকায়।

জানা গিয়েছে, শুক্রবার রাতে তৃণমূলের এক গোষ্ঠীর লোকজনের দলীয় কার্যালয়ে বসে ছিলেন, সেই সময় অপর এক গোষ্ঠীর লোকজনের অতর্কিতভাবে হামলা চালায়।ঘটনায় উভয় পক্ষের সমর্থকই আহত হয়। বেশ কয়েকজনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

শনিবার সকাল থেকেই এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।