এনএফবি, মুর্শিদাবাদঃ
এমভিআই আধিকারিকদের সঙ্গে বচসা ও ধাক্কাধাক্কি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে নবগ্রাম থানা এলাকার মেহেদীপুর। জানা গেছে, মেহেদীপুর সংলগ্ন ৩৪নং জাতীয় সড়কে নাকা তল্লাশি চালাচ্ছিল এমভিআই আধিকারিকরা। সেই তল্লাশির সময়ে চারটি ট্রাক্টর তাদের বৈধ নথি দেখাতে না পারায় নিয়ম অনুযায়ী জরিমানা করেন কর্তব্যরত অফিসাররা। জরিমানা না দিয়ে ট্রাক্টর নিয়ে পালিয়ে যেতে উদ্যত হলে বাধা দেন আধিকারিকরা। তাতেই শুরু হয় বচসা ও ধস্তাধস্তি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় নবগ্রাম এবং বহরমপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে র্যাফ।