কুনালের ডাকে তৃণমূলে যোগ দিতে এসে বিক্ষোভের জেরে ফিরে গেল বিজেপি কর্মীরা
এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ
হলদিয়ায় কুনালের সভায় যোগ দিতে এসে ফিরতে হল বেশ কিছু বিজেপি কর্মী ও সর্মথকদের। সভামঞ্চে থেকে বিজেপি থেকে তৃনমুলে যোগ দেওয়ার জন্য ডাকা হলেই বিক্ষোভে ফেটে পড়েন মঞ্চের সামনে থাকা তৃণমূল কর্মীরা। কার্যত রনক্ষেত্রের চেহারা নেয় হলদিয়া সুতাহাটায়, শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদে আয়োজিত তৃণমূল কংগ্রেসের সভামঞ্চ। মঞ্চে বসে থাকা কুণাল ঘোষ গিয়ে পরিস্থিতি সামাল দেন এবং দলীয় সমর্থক চাপে কার্যত প্রকাশ্য সভায় ঘোষণা করলেন তাঁদের আমরা জয়েন করছি না। ফলে ফিরে যেতে হয়, তৃণমূলে যোগ দিতে আসা বেশ কিছু বিজেপি সমর্থকদের।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।