খাঁচা মুখো হয়নি বাঘ মামা, আতঙ্ক
এনএফবি, জলপাইগুড়িঃ
বন দফতরের পাতা খাঁচা মুখো হয়নি বাঘ মামা। চিতা বাঘের আতঙ্ক নিয়ে দিন কাটছে গ্রামবাসীদের।
শুক্রবার জলপাইগুড়ির কঁচুয়া বোয়ালমারি এলাকার তিস্তার চড় সংলগ্ন গ্রামে ছড়িয়ে পরে বাঘের আতঙ্ক।
স্থানীয়দের দাবি, গ্রামে চিতা বাঘ এসেছে। শনিবার সকালে বাসিন্দা বানু সরকার সংবাদ মাধ্যমকে জানান, আতঙ্কের মধ্যে রয়েছে পুরো গ্রাম।শুক্রবার ভোরে আমার একটি গর্ভবতী ছাগলকে মেরে ফেলেছে।

যদিও শুক্রবার সন্ধ্যার পরেই বন দফতর বাঘ বন্দি করতে খাঁচা পেতেছে। তবে শনিবার সকাল পর্যন্ত বাঘের দেখা নাই। এর ফলে দ্বিতীয় দিনেও চিতা বাঘের আতঙ্ক নিয়ে সাবধানে কৃষি কাজ করছেন তিস্তা পাড়ের কৃষকেরা।