অভিযুক্তদের বিরুদ্ধে কোর্টের নির্দেশে হুলিয়া জারি সিবিআইয়ের

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

একুশের বিধানসভা নির্বাচনের পরের রাতে গঙ্গারামপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বিজেপির বুথ সভাপতি মানবেশ দাসের খুনের ঘটনা ঘটে। ঘটনার পর মানবেশ দাসের স্ত্রী রেবা দাস গঙ্গারামপুর থানায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর বীরেন প্রামানিক, পিকাই প্রামানিক ও ময়ূখ চক্রবর্তীকে গ্রেফতার করে গঙ্গারামপুর থানার পুলিশ। পরবর্তীতে গত ১৮ই অক্টোবর মানবেশ দাসের খুনের ঘটনার তদন্তের ভার নেয় সিবিআই (CBI)। ঘটনার এক বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত এই ঘটনার বাকি তিন অভিযুক্ত অধরা।

আর ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাকেশ সাহানি, বিপ্লব সরকার ও বিপুল সরকার নামে তিন অভিযুক্তের বিরুদ্ধে কোর্টের নির্দেশে হুলিয়া জারি করল সিবিআই।

বৃহস্পতিবার সন্ধ্যায় হুলিয়া জারির নোটিশ তিন অধরা অভিযুক্তদের বাড়ি, সংলগ্ন এলাকা, গঙ্গারামপুর থানা, গঙ্গারামপুর বিডিও অফিস সহ শহরের বিভিন্ন জায়গায় লাগিয়ে দেওয়া হয়।