পুকুর ভরাটের অভিযোগ সামনে আসতেই ঘটনাস্থল পরিদর্শনে পুর চেয়ারম্যান
এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
প্রকাশিত সংবাদে জলাভূমি ভরাট নিয়ে অভিযোগ সামনে আসতেই ঘটনাস্থল পরিদর্শনে যান বালুরঘাট পুরসভার চেয়ারম্যান। বুধবার বিকেলে পাঁচ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লী এলাকায় গিয়ে চেয়ারম্যান অশোক কুমার মিত্র স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। একইসঙ্গে যেসকল ব্যক্তিরা জায়গাগুলি কিনেছেন তাদের বৈধ কাগজপত্র খতিয়ে দেখবার পাশাপাশি আপাতত কাজ বন্ধ রাখবার নির্দেশ দেন।
এই দিনের ঘটনাস্থল পরিদর্শনের টিমে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন পুরসভার ইঞ্জিনিয়ার-সহ অন্যান্য আধিকারিকরা।

পুরসভার পক্ষ থেকে জানা যায় বিএলআরও অফিস থেকে সঠিক কাগজপত্র পুরসভার হাতে না আসা পর্যন্ত মাটি কিম্বা জলাভূমি ভরাট করার জন্য অন্যান্য সামগ্রী ফেলতে পারবে না বলে জানা যায়।
স্থানীয় বাসিন্দা অসিম দাস জানান, বিগত কাউন্সিলরকে এই পুকুর ভরাট নিয়ে জানালে তিনি কর্ণপাত করেনি বলে অভিযোগ।
প্রসঙ্গত, বুধবারই নিউজ ফ্রন্ট বাংলায় পুকুর ভরাটের খবরটি প্রকাশিত হয়।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।