ক্রীড়া

দেশের আর্থিক সমস্যা ভুলেই বাগানের বিরুদ্ধে নামতে চান শ্রীলঙ্কার ব্লু ষ্টারের কোচ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

চাইলেও ভারতীয় ক্রিকেট সমর্থকরা ভুলতে পারবে না ১৯৯৬ সালের ইডেনকে। অর্জুন রানাতুঙ্গার শ্রীলঙ্কার সামনে খরকুটোর মত উড়ে গিয়েছিল ভারতের ব্যাটিং লাইনআপ। বিনোদ কাম্ভলির কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ার ছবি এখনও ভারতীয় ক্রিকেট মহলের সবথেকে বেদনাদায়ক। কিন্তু আশ্চর্য, ছাব্বিশ বছর পরে শ্রীলঙ্কায় চলে এলো তার থেকে বড় কান্না মাখানো ছবি, অর্থনীতি মন্দায় গোটা দেশ। মানুষ বিপন্ন। দেশ জুড়ে হাহাকার শ্রীলঙ্কায় দিনের অর্ধেক সময় লোডশেডিং, নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, পেট্রোল পাম্পে তেল নেই, রান্নার গ্যাস নেই। তুমুল মূল্যস্ফীতি। আন্তর্জাতিক বাজারে ঋণের পরিমাণ বিপুল তা শোধ দেওয়ার সংস্থান নেই। দেশের বিদেশি মুদ্রার ভান্ডার তলানিতে ঠেকেছে । এই অবস্থায় শ্রীলঙ্কার ব্লু ষ্টার এটিকে মোহনবাগান দলের হয়ে এএফসি কাপের ম্যাচ খেলতে কলকাতায় এসেছে। অর্থনৈতিক ফলাফল শ্রীলঙ্কার দলের উপরেও পড়েছে। পনেরো জনের কিট চেন্নাইতে আটকে যায় রবিবার। ফলে রবিবাসরীয় অনুশীলন তারা করে খালি পায়ে। অবশেষে সোমবার সকালে তাঁদের কিট কলকাতায় আসে । এমন অর্থনৈতিক ডামাডোলের পড়ে মাঠে নামছে শ্রীলঙ্কার এই দল । তবে তাঁদের কোচ বান্দা সামারা কোন । তিনি এটিকে মোহনবাগানের বিরুদ্ধে যুবভারতীতে নামার নামার আগে জানালেন, “আমি জানি আমাদের দেশ নানা অর্থনৈতিক সমস্যার মধ্যে বিপর্যস্ত। কিন্তু আমরা এই সকল জিনিসে এখন ফোকাস করছি না । আমাদের দল মঙ্গলবারের ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে। আমরা এই ম্যাচটা জিততে মরিয়া থাকবো। দেশের অবস্থার প্রভাব খেলায় পড়বে বলে আমি মনে করি না।” প্রতিপক্ষ এটিকে মোহনবাগানকে নিয়ে লঙ্কান কোচ জানালেন, “ওরা আইএসএলের শক্ত প্রতিপক্ষ হতে পারে কিন্তু আমরাও আমাদের দেশের চ্যাম্পিয়ন দল। পরপর পাঁচটা ম্যাচ জিতে এসেছি। সেই কারণে আমরা লড়াই থেকে পিছিয়ে আসব না ।” এছাড়া লঙ্কার ব্লু ষ্টারের কোচ চ্যালেঞ্জ নিচ্ছেন ভারতের মত তাঁদের দেশেও ফুটবল দুয়োরানী। সেই কারণে তিনি জানালেন, “ক্রিকেট বা অন্য খেলা আমাদের দেশে যতটা জনপ্রিয়, ফুটবল ততটা নয়। আমাদের চ্যালেঞ্জ থাকবে ভালো খেলে দেশের ফুটবলকে তুলে ধরা ।”