কাউন্সিলরের উদ্যোগে ভ্রাম্যমাণ লাইব্রেরি, থাকবে মুখ্যমন্ত্রীর লেখা বইও
এনএফবি, বালুরঘাটঃ
ইন্টারনেটের যুগে ‘বই হাতে মানুষ’ দেখতে পাওয়া যেন এক বিরল ঘটনা। আর তার জেরেই মানুষকে বইমুখী করতে চালু হল ভ্রাম্যমান লাইব্রেরি। এই লাইব্রেরি চালু করলেন ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী। বৃহস্পতিবার এই লাইব্রেরির উদ্বোধন করেন ওই ওয়ার্ডের নাগরিক তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা স্বপন বিশ্বাস।

জানা গিয়েছে, এই ভ্রাম্যমান লাইব্রেরিতে ছোটদের কমিক্স থেকে শুরু করে, সাহিত্য, উপন্যাস, গল্প, ডিকশেনারি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই-সহ বিভিন্ন ধরণের সম্ভার থাকবে। বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই রয়েছে বইগুলি। মাসে ১০ দিন করে ওয়ার্ডের তিনটি জায়গাতে থাকবে এই ভ্রাম্যমাণ লাইব্রেরি। যা সকাল ৮ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত প্রতিদিন খোলা রাখা হবে। ফলে সেখানেই বসে পড়ার ব্যবস্থা থাকছে।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।