জেলা

করোনাতঙ্ক কাটিয়ে বছরের প্রথম দিনে দিঘায় উপচে পড়ল ভিড়

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

বাংলা বছর শুরু হতেই পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘায় পর্যটকদের ভিড় চোখে পড়ল ৷ বাংলা বছরের প্রথম দিন পরিবার, বন্ধু-বান্ধবদের সাথে সময় কাটাতে সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে পর্যটকরা ৷

তবে ট্রেনের সংখ্যা এক দিকে কম অন্য দিকে হোটেল ভাড়া অধিক হওয়ার কারণে কার্যত সমস্যায় পড়েছে পর্যটকরা ৷ তাদের বক্তব্য যদি ট্রেনের সংখ্যা বাড়ানো যায় এবং হোটেল ভাড়া কিছুটা কমে তাহলে হয়তো আরও ভিড় লক্ষ্য করা যাবে সমুদ্র সৈকতে ৷ তবে হোটেল ভাড়া এবং ট্রেনের সংখ্যা কম থাকা সত্ত্বেও সমুদ্র উপকূলে আসতে পেরে খুশি পর্যটকরা ৷

প্রসঙ্গত মহামারি করোনা ভাইরাসের প্যানডেমিক সিচুয়েশনের কারণে দীর্ঘ দুই বছর ধরে সেরকম ভাবে ভিড় লক্ষ্য করা যায়নি সমুদ্র সৈকতে ৷ তবে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে জীবনযাত্রা ফিরে আসায় পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেল সমুদ্র সৈকত দিঘায় ।