ক্রীড়া

ফরাসি ওপেনের মুকুট শিয়নটেকের মাথায়

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

প্রত্যাশামতোই ফরাসি ওপেনের মুকুট উঠল ইগা শিয়নটেকের মাথায়। মহিলাদের ফাইনালে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারলেন না কোকো গফ। বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকার সামনে মাথা তুলে দাঁড়াতেই পারলেন না আমেরিকার গফ।

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে একটা জমজমাট লড়াই দেখার অপেক্ষায় বসেছিল টেনিস বিশ্ব। কিন্তু প্রথম দুই সেটই হাসতে হাসতে জিতে চ্যাম্পিয়ন হয়ে গেলেন পোল্যান্ডের শিয়নটেক। পোলিশ তারকার পক্ষে খেলার ফল ৬-১ ও ৬-৩। স্ট্রেট সেটে যেভাবে বিশ্বের ১৮ নম্বর গফ ম্যাচটি হেরেছেন, তাতে পরিষ্কার যে তিনি মাথা তুলে দাঁড়াতেই পারেননি এদিন।

এই নিয়ে মাত্র ২১ বছর বয়সে টেনিস কেরিয়ারে নিজের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামটি জিতে নিলেন শিয়নটেক। এর আগে এই ফ্রেঞ্চ ওপেনের নয়া রানি হয়েছিলেন তিনি। ২০২০ সালে যখন কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম হিসাবে ফরাসি ওপেন জেতেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ১৯। ২০২১ সালটা অবশ্য খুব একটা ভালো কাটেনি শিয়নটেকের। উইম্বলডন এবং ইউএস ওপেনে চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল পোলিশ তরুণীকে।