স্থানীয়

পুকুরে ডুবে মৃত্যু হলো মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুরে পুকুরে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জেলার বংশীহারী ব্লকের এলাহাবাদ জামার এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম যোগেন পুজর(৫০)। তিনি স্থানীয় একটি ইট ভাটায় শ্রমিকের কাজ করতেন।

সোমবার রাতে শৌচকর্ম করতে বাড়ি থেকে কিছু দূরে যান ঐ ব্যক্তি। এলাকাবাসীদের অনুমান,এরপরই তিনি জল ব্যবহারের জন্য পার্শ্ববর্তী পুকুরে নামেন । যদিও কয়েক দিনের বৃষ্টিতে পুকুর পার পিচ্ছিল অবস্থায় থাকার কারণে অন্ধকারে পুকুরের জলে পরে যান ঐ ব্যক্তি। মঙ্গলবার জামার এলাকায় বড় পুকুরে দেহ ভেসে ওঠে ঐ ব্যক্তির। বিষয়টি নজরে আসতেই মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সঙ্গে সঙ্গে দেহটি উদ্ধার করে বংশীহারী থানার পুলিশ।

প্রথম অবস্থায় রশিদপুর গ্রামীণ হাসপাতাল এবং পরবর্তীতে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় বংশীহারী থানার পুলিশ। পরিবার সূত্রে জানা যায়, কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন ঐ ব্যক্তি। কিভাবে দুর্ঘটনা ঘটলো, ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন কিনা সম্পুর্ণ ঘটনার তদন্তে নেমেছে বংশীহারী থানার পুলিশ।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।