ক্রীড়া

বিধ্বংসী বাবর মাঠেই জবাব দিলেন

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এশিয়া কাপের মঞ্চে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল বাবর আজম। সেই সময় তাঁকে নিয়ে নানান কথাবার্তাও শুরু হয়ে গিয়েছিল। মুখে কখনোই জবাব দিতে পছন্দ করেন না তিনি। সেই জবাবটা মাঠেই দিয়েছেন বাবর আজম। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নেমেছে পাকিস্তান দল। সেখানেই দ্বিতীয় ম্যাচে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখালেন বাবর আজম। পাকিস্তানের ক্রিকেটে টি টোয়েন্টি অধিনায়ক হিসাবে যেমন গড়লেন রেকর্ড। তেমনই টপকে গেলেন এবার বিরাট কোহলিকেও।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নেমেছিল পাকিস্তান। সেখানেই মহম্মদ রিজওয়ানের সঙ্গে ওপেন করতে নেমে বিধ্বংসী মেজাজে ছিলেন বাবর আজম। এ দিন তিনি একাই শেষ করে দিয়েছিলেন ইংল্যান্ডের তারকাখচিত বোলিং লাইন আপকে। ১১০ রানের সেঞ্চুরী ইনিংস খেলার পাশাপাশি ইংল্যান্ডকে ১০ উইকেটে হারানোর পাকিস্তানের নায়কও তিনি। একইসঙ্গে গড়লেন একাধিক রেকর্ড। পাকিস্তান অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড তাঁর পকেটে। এর আগে এই রেকর্ড ছিল সরফরাজ আহমেদের। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সাত ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রেকর্ড গড়েছেন পাকিস্তান ওপেনার মহম্মদ রিজওয়ান ও বাবর আজম। এই জুটি উদ্বোধনী উইকেটে অপরাজিত ২০৩ রান যোগ করে ইনিংসের শেষ ওভারে দলকে জয় এনে দিয়েছেন। স্কটল্যান্ডের জর্জ মান্সে ও কাইল কোয়েটজারের প্রথম উইকেটে ২০০ রান যোগ করার রেকর্ডকে টপকে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে পঞ্চম সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপে জড়িত ছিলেন বাবর ও রিজওয়ান।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।