জেলা

চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে নজির গড়লেন চিকিৎসক

এনএফবি, কোচবিহারঃ

কোচবিহারের মদনমোহন বাড়ির ঐতিহ্যবাহী রাসচক্রের নির্মাতা আলতাফ মিয়ার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দিনহাটার বিশিষ্ট চিকিৎসক অজয় মন্ডল। এদিন কোচবিহারের তোর্সা নদী সংলগ্ন হরিণচড়ায় আলতাফ মিয়ার বাড়িতে এসে উপস্থিত হন ডাঃ অজয় মন্ডল এবং তার সহযোগী নূর ইসলাম। এদিন তারা খাদ্যসামগ্রী, নিত্যপ্রয়োজনীয় ওষুধ সহ অন্যান্য সামগ্রী তুলে দেন অসুস্থ আলতাফ মিয়ার হাতে ।

জানা গিয়েছে, রাসচক্রের নির্মাতা প্রিয় মানুষ আলতাফ মিয়ার বাড়িতে আসেন ডাঃ অজয় মন্ডল। তার হাতে তুলে দেন আর্থিক সাহায্য ও এক মাসের খাদ্য সামগ্রী। এছাড়াও তার জন্য প্রয়োজনীয় ঔষধ লিখে দেন। পাশাপাশি ঔষধ কেনার টাকাও দেন তিনি। আগামী ২৪ জুন হায়দ্রাবাদ যাওয়ার কথা আলতাফ মিয়ার। সেই বাবদ তার যাওয়া আসার খরচের ব্যাপারেও পাশে থাকার আশ্বাস দেন তিনি।

নিজস্ব চিত্র

প্রসঙ্গত, এর আগেও ডাঃ অজয় মন্ডল ও ওনার অর্ধাঙ্গিনী এসেছিলেন আলতাফ মিয়ার বাড়ি। আর্থিক সাহায্য ও বেশ কয়েক মাসের খাদ্যসামগ্রী দিয়ে তখনও তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এদিন আবারও রাস নির্মাতা আলতাফ মিয়ার পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন ডাঃ অজয় মন্ডল।