ক্রীড়া

শেষ হলো জাতীয় নেটবল

স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ

আজ সল্টলেকে সাই মাঠে শেষ হয়ে গেল ৩৫তম জুনিয়র জাতীয় নেট বল চ্যাম্পিয়নশিপ।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর শুরু হয়েছিল এই টুর্নামেন্ট। এবারের আসরে বালক বিভাগে ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলা ও উত্তর প্রদেশ এবং মহিলা বিভাগের মুখোমুখি হয়েছিল কেরালা ও কর্ণাটক।

আইএফএ-সহ সচিব সুফল গিরি, কমল মৈত্র, রামানুজ মুখার্জি, জহর দাস-সহ বহু বিশিষ্ট মানুষ উপস্থিত থেকে বালক ও বালিকা দলের সঙ্গে পরিচিতি বিনিময় করেন।

অতিথিদের ব্যাচ পড়িয়ে স্বাগত জানানো হয়। ফাইনালে বাংলা উত্তর প্রদেশকে ৩১/২৬ পয়েন্টে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে নিল। বাংলা-সহ বালক বালিকাদের মোট ২৮টি রাজ্য এবারে অংশ নিয়েছিল।

বালিকা বিভাগে কেরালা ৩৮/৩৬ পয়েন্টে কর্নাটকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো। বালিকা বিভাগে বাংলা ও হরিয়ানা এবং বালক বিভাগে কর্ণাটক ও হরিয়ানা যুগ্মভাবে তৃতীয় স্থান দখল করে। বিশিষ্ট অতিথিরাই দুটি দলের হাতে পুরস্কার তুলে দেন।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।