জাতীয়

উদ্বেগ বাড়িয়ে ভারতে আরও একজনের শরীরে মিলল ওমিক্রন ভ্যারিয়েন্টের অস্তিত্ব

এনএফবি ব্যুরো, নিউজ ডেস্কঃ

উদ্বেগ বাড়িয়ে ভারতে নতুন করে আরও একজনের শরীরে মিলল করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের অস্তিত্ব।

সংবাদ সূত্রে জানা গেছে, জিম্বাবোয়ে থেকে গুজরাতের জামনগর বিমানবন্দরে নেমেছিলেন ৭১ বছর বয়সী আক্রান্ত। তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর ২ ডিসেম্বর করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল। ওই বৃদ্ধের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য গুজরাটের বায়োটেকনোলজি রিসার্চ সেন্টার এবং এনআইভি পুনেতে পাঠানো হয়। শনিবার গুজরাটের বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারের দেওয়া রিপোর্টে ওই ব্যক্তির শরীরে ওমিক্রনের সংক্রমণ রয়েছে বলে জানানো হয়েছে, যদিও এনআইভি পুনের রিপোর্ট এখনও মেলেনি জানিয়েছেন জামনগর কোভিড-১৯-এর নোডাল অফিসার।

এই নিয়ে ভারতে এখনও পর্যন্ত ৩ জনের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ মিলল। এর পূর্বে কর্ণাটকের দুই বাসিন্দার শরীরে মিলেছে করোনা ভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্টের অস্তিত্ব।