অত্যাচারী সন্তান! আদালতের নির্দেশে পুলিশের সাহায্যে বাড়ি ফিরলেন পিতা

এনএফবি, মুর্শিদাবাদঃ

ছেলের হাতে অত্যাচারিত বৃদ্ধ বাবা, হাইকোর্টের নির্দেশে নিজের বাড়িতে প্রবেশ করলেন। বহরমপুর থানার পাকুরিয়া পাড়ার বাসিন্দা বিশ্বনাথ ঘোষ দীর্ঘদিন ধরে তার ছেলেমেয়েদের নিয়ে নিজের বাড়িতেই বাস করতেন।

গত সাড়ে তিন বছর ধরে বিশ্বনাথবাবুর ছোট ছেলে বিদ্যেন্দু ঘোষ তার বৃদ্ধ বাবা বিশ্বনাথ ঘোষের উপর শারীরিক ও মানসিক অত্যাচার করতেন বলে জানা গিয়েছে।

বিশ্বনাথ বাবু আরও জানিয়েছেন, তার ছোট ছেলে বিদ্যেন্দু ঘোষ তাকে ভয় দেখিয়ে এক প্রকার জোড় করে বাড়ির জীবনসত্ত দান হিসেবে লিখিয়ে নেন নিজের নামে। এরপরে বিশ্বনাথ বাবু বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান। বাড়িতে বাস করতে থাকে ছোট ছেলে বিদ্যেন্দু। অত্যাচারের সীমা অতিক্রম করে গেলে বাধ্য হয়ে বিশ্বনাথ বাবু আদালতে দ্বারস্থ হন।

বিশ্বনাথ ঘোষ। নিজস্ব চিত্র

দীর্ঘদিন ধরে মামলা চলার পরে হাইকোর্ট নির্দেশ দেয় এবার থেকে বিশ্বনাথ বাবু তার নিজের বাড়িতে থাকবেন। শুক্রবার দুপুরে বহরমপুর থানার পুলিশ এসে হাইকোর্টের নির্দেশ মেনে বিশ্বনাথ বাবুকে তার নিজের বাড়িতে প্রবেশ করিয়ে দেন। এবং ছোট ছেলে বিদ্যেন্দু ঘোষকে বলেন প্রয়োজনে তিনি বাড়ির দোতালায় থাকতে পারবেন। তারপরেই ছোট ছেলে পুলিশকে জানায়, তিনি বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাবেন। তাকে কয়েক ঘন্টা সময় দেওয়া হলে নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায় বিদ্যেন্দু। শেষ পর্যন্ত ছেলের অত্যাচারে হাত থেকে রক্ষা পেলেন বাবা। দৃষ্টান্তমূলক ঘটনার সাক্ষী থাকলো বহরমপুরবাসী।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।