সাত বছরেও সম্পূর্ণ হল না দমকল কেন্দ্র, ক্ষুব্ধ স্থানীয়রা

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

বিগত সাত বছরেও শুরু হয়নি দমকল কেন্দ্র তৈরির কাজ। জমি চিহ্নিতকরণ, মাপজোক-সহ যাবতীয় কাজ সমাপ্ত হওয়ার পরেও কোনো এক অজানা কারণে বিশবাঁও জলে সম্পূর্ণ প্রক্রিয়া। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।

জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার খরা প্রবণ এলাকা তপন ব্লক। এই ব্লকে গভীর নলকূপ ছাড়া পানীয় জল তোলা যায়না। বেশীর ভাগ সময়ই বিকল থাকে ব্লকের অধিকাংশ টিউবওয়েল। ব্যবহারের জন্য পুকুর বা জলাশয়ই ভরসা। সেই ভরসাও গ্রামবাসীরা হারিয়ে ফেলে গ্রীষ্মের দাবদাহে।

রাজু দাস, স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি

জলের আকাল থাকায় ওই ব্লকে কোন অগ্নিকান্ডের ঘটনা ঘটলে দূরবর্তী বালুরঘাট বা গঙ্গারামপুরের স্টেশন থেকে দমকল আসে। তবে পৌঁছাবার আগেই সব শেষ হয়ে যায়। ভয়াবহ অগ্নিকান্ডের দিকে নজর রেখে ২০১৬ সালে তপন ব্লকে দমকল তৈরির উদ্যোগ নেওয়া হয় ব্লক প্রশাসনের তরফে। সদর এলাকার স্কুল মোড়ের পাশে হাটের জমিটি নেওয়া হয় দমকল কেন্দ্র তৈরির জন্য। সেখানকার প্রায় ১ একর ৪২ শতক জমির উপর ইউনিট তৈরি করতে মাপজোক করা হয়েছিল। সমাপ্ত করা হয় অনান্য কাজগুলি। কিন্তু দীর্ঘ সাত বছরে সেই কাজ শুরু হয়নি তপন ব্লকে।

সূত্রের খবর অনুযায়ী, এখানকার জলসঙ্কটের কথা সকলের জানা। প্রতিবছর মার্চ থেকে মে পর্যন্ত চরম ক্ষরার মরশুমে এই ব্লকের কোথাও না কোথাও আগুন লাগার ঘটনা ঘটে। প্রতিবার বালুরঘাট ও গঙ্গারামপুর দমকল বিভাগের উপর ভরসা করে থাকতে হয় এলাকার মানুষকে। সেই কারণে এলাকায় দমকল ষ্টেশন চালু করার দাবি করে এলাকাবাসী।

গৌতম রায়, স্থানীয় বিজেপি ব্লক সম্পাদক

তৃণমূল ব্লক সভাপতি রাজু দাস সংবাদমাধ্যমকে জানান, তপন ব্লকে দমকল কেন্দ্র তৈরি সম্পর্কে একটি জায়গা দেখা হয়েছে। তবে সেই জায়গা দিয়ে দমকলের গাড়ি বেরোনোর অসুবিধা থাকায় দমকল বিভাগ কোনও গ্রীন সিগন্যাল দেয়নি।

পাশাপাশি তপন ব্লকের বিজেপি সম্পাদক সম্পাদক গৌতম রায় জানান, তপন কলেজের পাশে অফিসের জন্য একটি জায়গা দেখা হয়েছিল। কিন্তু পঞ্চায়েত কোন উদ্যোগ নেয়নি। বরং টালবাহানা দেখিয়ে দায় সেরে যাচ্ছে বলে তিনি জানান।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।