হাতির তান্ডব, আসেনি বন দফতর- অভিযোগ

এনএফবি, আলিপুরদুয়ারঃ

ফালাকাটা ব্লকের পশ্চিম শালকুমার ও ছোট শালকুমার গ্রামে বুধবার গভীর রাতে এক পাল হাতি ঢুকে পড়ে। শুরু হয় তান্ডব লীলা। হাতির হানায় ওই এলাকার বিঘার পর বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচুর আলুর জমির ক্ষেত মাড়িয়ে দিয়েছে হাতির পাল।

এ দিকে বনকর্মীরা ঘটনাস্থলে আসনি বলে স্থানীয়দের অভিযোগ। বনদফতর সূত্রে খবর, ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।