ক্রীড়া

এবার ওয়াসিম, ওয়াকারের বিরুদ্ধে বিস্ফোরণ প্রাক্তন পাক অধিনায়কের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ফের বিতর্কতে পাকিস্তান ক্রিকেট। এবার দুই প্রাক্তন পাকিস্তান অধিনায়ক তথা তারকা পেসার ওয়াসিম আক্রমওয়াকার ইউনিসের বিরুদ্ধে বিস্ফোরণ আনলেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক সেলিম মালিক। ১৯৯৩ সালে সেলিম পাকিস্তান দলের অধিনায়ক হন। সেলিম জানাচ্ছেন দুই পাক তারকা তাকে অধিনায়ক চাননি। সেলিম মালিক বলেন, ‘ওয়াসিম আক্রম এবং ওয়াকার ইউনিস আমায় সমর্থন করেননি। কিন্তু পেশাদার হিসাবে তারা তাদের পারফরম্যান্সের দিকে মনোনিবেশ করেছিলেন। আপনি কি জানেন আমাকে দলের অধিনায়ক করায় দুজনেই আমার সঙ্গে কথা বলেনি। এ বিষয়ে তাদের সঙ্গে কথাও বলেছিলাম। আমি তাদের বল করতে বললে তারা আমার কাছ থেকে বল ছিনিয়ে নিত। তখন আমি অধিনায়ক হয়েছিলাম।’ সেলিম মালিক আরও বলেন, ‘দুজনেই আমার সঙ্গে কথা বলত না, তবে তারপরেও আমরা সিরিজ জিততে সফল হই। আমি ওয়াসিম আক্রমকে বলতাম আপনি বিশ্বের এক নম্বর বোলার। আপনি উইকেট নেবেন বা না নেবেন, সেটা আমায় প্রভাবিত করবে না কারণ এটা আপনার খ্যাতির উপর প্রশ্ন তৈরি করবে। তবে ওয়াকার অবশ্যই পাঁচ উইকেট নিবেন। এই একই কথা আমি ওয়াকার ইউনিসকেও বলতাম। একেই বলে ব্যবস্থাপনা। আমি সবসময় মনে রাখতাম যে দুজনেই ম্যাচে পারফর্ম করে।’