রাজ্য

বিধিনিষেধে ছাড়, শর্ত সাপেক্ষে খোলা যাবে জিম

এনএফবি, কলকাতাঃ

করোনার তৃতীয় বাড়বাড়ন্তে রাশ টানতে ৩ জানুয়ারি থেকে রাজ্যে জারি বিধিনিষেধ। বেশ কয়েক দফায় ছাড় দেওয়ার পর। সোমবার আরও কিছুক্ষেত্রে শর্তসাপেক্ষ বিধিনিষেধের বাঁধন হাল্কা করল নবান্ন। রাজ্যের মুখ্যসচিবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি জারি করে এই ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে, ধারণ ক্ষমতার ৫০ শতাংশ নিয়ে রাত ৯টা পর্যন্ত খোলা যাবে জিম। কিন্তু সেক্ষেত্রে কর্মী এবং পরিষেবার উপভোক্তাদের সম্পূর্ণ টিকাকরণ থাকতে হবে অথবা আরটিপিসিআর নেগেটিভ থাকতে হবে। শীতকালে গ্রাম বাংলায় বসে যাত্রার আসর বসে। সে কথা মাথায় রেখে শর্ত সাপেক্ষে মিলেছে যাত্রার অনুমোদন। একই সাথে কোভিড বিধি মেনে সিনেমা এবং টেলিভিশনের অনুষ্ঠানের আউটডোর শুটিংও করা যাবে।