উনুনের আগুন থেকে পুড়ল বাড়ি!

এনএফবি, মুর্শিদাবাদঃ

উনুন থেকে আগুন লেগে মুহূর্তেই পুড়ে গেল চারটি বাড়ি। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ডোমকলের বর্তনাবাদ এলাকায়।

জানা গেছে, ওই এলাকার বাসিন্দা নওসাদ মন্ডলের বাড়িতে রান্নার সময় অসাবধানতাবশত পাটকাঠিতে আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ফলে পরপর চারটি বাড়ি আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়। চিৎকার শুনে স্থানীয়রা দমকলে খবর দেন।

দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবু ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি পরিবার। পুড়ে যাওয়া বাড়ি চারটি ছিল নওশাদ মন্ডল, এজাদুল শেখ, আব্দুস সালাম ও আলাউদ্দিন শেখের।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।