বিমান ভেঙে পড়ার প্রচারে চাঞ্চল্য, ভুল ভাঙলো পরে
এনএফবি, হুগলিঃ
হিন্দমোটরে আকাশ থেকে ভেঙে পড়ল বিমান! সোমবার বিকেলে এমনটাই ভেবেছিল সেখানকার স্থানীয় বাসিন্দারা। মানুষজন নিজেদের ছাদে উঠে ক্যামেরা বন্দি করে সেই দৃশ্য। তবে মজার বিষয় যাকে উড়োজাহাজ ভেবেছিল সেটি আসলে ড্রোন। তবে এত বড় ড্রোনই বা কি করছিল হিন্দমোটরের আকাশে! সেই নিয়ে উঠেছে প্রশ্ন।
জানা গেছে, সম্প্রতি একটি বেসরকারি সংস্থা ড্রোনের মারফত ওষুধ সাপ্লাই করার ব্যবস্থা করেছে। সেই কারণেই হাওড়া থেকে ট্রায়াল রান করার জন্য ড্রোনটিকে পাঠানো হয়েছিল হিন্দমোটরে একটি বেসরকারি ওষুধের দোকানে। কিন্তু এত বিশাল আকৃতির ড্রোন মানুষজন না দেখে থাকায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ফলে খবর পৌঁছায় উত্তরপাড়া থানায়।

স্থানীয় এক বাসিন্দা বলেন, আকাশ থেকে প্লেন ভেঙে পড়েছে ভেবে ঘটনাস্থলের দিকে তিনি পৌঁছান। বেশ কিছু বাসিন্দা, গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। যদিও পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনাস্থলে পৌঁছান ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজয় সিং। পাশাপাশি পুলিশ ড্রোন উড়ানোর প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখছে বলে জানা গেছে।