জেলা

পাট চাষী যেন আজ তীর্থের কাক

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

পাট চাষ করে মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা দক্ষিণ দিনাজপুর জেলার চাষীদের। প্রত্যেক বছরই মূলত বর্ষাকালে প্রচুর পরিমাণে পাট উৎপাদিত হয়ে থাকে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টির জমা জলে পাটকে পচানো হয় খাল বিলে। পাট থেকে তন্তু আলাদা করার জন্য। আষাঢ় পেরিয়ে শ্রাবণ মাস পরলেও বৃষ্টির দেখা নেই জেলা জুড়ে। এরই মাঝে চরম সমস্যায় পড়েছেন চাষীরা। পাশাপাশি আমন ধান চাষ করার ক্ষেত্রেও সমস্যা বাড়ছে জেলা জুড়ে। বর্ষার জমা জলে আমন ধান চাষ হয় এই সময়। বৃষ্টিপাত না হওয়ার ফলে মাঠঘাট শুকিয়ে গেছে। কৃত্রিম উপায়ে জল তুলতে প্রচুর খরচের জন্য দুঃস্থ কৃষকেরা অপেক্ষায় রয়েছেন বৃষ্টিপাতের। তবে বৃষ্টিপাত হবে এবং সমস্যা মিটিবে সেদিকেই চেয়ে রয়েছেন জেলার চাষীরা।

নীলকন্ঠ সরকার, চাষী। নিজস্ব চিত্র